Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download

ভূগোল ডট ইন :: Bhugol.in

  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
Home সোনালী চতুর্ভূজ Blog সোনালী চতুর্ভূজ

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

ভূগোল প্রেমী

সোনালী চতুর্ভূজ

 রবিবার, ৮ অক্টোবর, ২০১৭     সোনালী চতুর্ভূজ , Blog      3 comments   

স্বপ্নের সোনালী চতুর্ভুজের অন্তরালে



ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিনে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার/ছয় লেন বিশিষ্ট সড়কপথ হল সোনালী চতুর্ভূজ।

ভারতের সোনালী চতুর্ভুজ
ভারতের সোনালী চতুর্ভুজ

★★ ইতিহাস-

তৎকালিন NDA সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৯৯ সালের ৬ জানুয়ারি এই প্লকল্পের শিলান্যাস করেন। এবং ২০০১ সালে এই প্লকল্পর কাজ শুরু হয়। এই প্রজেক্টের কাজ শেষ করার সময় ধার্য করা হয় ২০০৬ সালের মধ্যে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও আর্থসামাজিক বাধা বিপত্তির কারনে এই প্রকল্প শেষ হয় ২০১২সালের ৭ই জানুয়ারি(অফিসিয়ালি) ।

★★ প্রকল্পের খরচ-

প্রজেক্ট শুরুর পর্যায়ে এর বাজেট ধরা হয়েছিল ভারতীয় মুদ্রায় ৬০০ বিলিওন টাকা।

★★ দৈর্ঘ্য-

সোনালী চতুর্ভূজের মোট দৈর্ঘ‍্য হল ৫৮৪৬কিমি বা ৩৬৩৩মাইল। এটি চারটি বাহুতে বিভক্ত। নিচে এই চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হল—
১) দিল্লি থেকে কলকাতা---১৪৫৩ কিমি (৩১আগস্ট ২০১১)।
২) চেন্নাই থেকে মুম্বাই----১২৯০ কিমি (৩১আগস্ট ২০১১)।
৩) কলকাতা থেকে চেন্নাই—১৬৮৪ কিমি (৩১ মে ২০১৩)।
৪) দিল্লি থেকে মুম্বাই----১৪১৯ কিমি (৩১আগস্ট ২০১১)।

★★ সোনালী চতুর্ভূজের গুরুত্ব-

১। ভারতের গুরুপ্তপূর্ণ শহর গুলির মধ্যে অতি দ্রুত পরিবহন সম্ভব হয়েছে।
২। যাত্রী ও পন্ন পরিবহন সহজ হয়েছে।
৩। শিল্পের প্রসার ও কর্মস্নগস্থান বৃদ্ধি ঘটেছে।
৪। কৃষকদের পক্ষে কৃষি ফসল গুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে।এর ফলে ফসলের অপচয় কম হচ্ছে।
৫। সারা ভারত জুড়ে ট্রাক পরিবহন বৃদ্ধি পেয়েছে। ভারতের অর্থনৈতীক শ্রীবৃদ্ধি তরান্বিত হচ্ছে।

★★ সোনালী চতুর্ভূজ কোন কোন ন্যাশানাল হাই ওয়ের সাথে যুক্ত?

আমরা জানি যে সোনালী চতুর্ভূজ চারটি বাহু দ্বারা বিভক্ত। তাই চারটি বাহুর সাপেক্ষে দেখানো হল—
১। দিল্লি থেকে কলকাতা-- NH 2।
২) দিল্লি থেকে মুম্বাই -- NH 8 (দিল্লি-কিষানগড়), NH 79A (আজমির বাইপাস), NH 79, NH 76, NH 8 (উদয়পুর-মুম্বাই)।
৩। চেন্নাই থেকে মুম্বাই-- NH 48 (মুম্বাই-ব্যাঙ্গালুরু), NH 44 (ব্যাঙ্গালুরু-কৃষ্ণগিড়ি), NH 48।
৪। কলকাতা থেকে চেন্নাই -- NH 6 (কলকাতা-খরগপুর), NH 60 (খড়গপুর- বালাশোর), NH 5 (বালাশোড়-চেন্নাই)।

★★ কোন কোন প্রধাণ শহরের সাথে সোনালী চতুর্ভূজ যুক্ত হয়েছে?

যে যে প্রধাণ শহরের সাথে সোনালী চতুর্ভূজ যুক্ত হয়েছে, সেগুলির একটি তালিকা দেওয়া হল—
১। দিল্লি থেকে কলকাতা—> দিল্লি, ফরিদাবাদ, মথুরা, আগ্রা, ফিরোজাবাদ, এতাবাহ, কানপুর, ফতেপুর, এলাহাবাদ, বারানসী, চানদৌলী, মোহানিয়া, কুদ্রা, সাসারাম,দেহরী, ঔরঙ্গআবাদ, শেরঘাটি, দোভি, চম্পারণ, বাড়ি, বাগোদাড়, ধানবাদ, আসানসল, দুর্গাপুর, বর্ধমান,কলকাতা।।
২। কলকাতা থেকে চেন্নাই—> কলকাতা, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কটক, ভুবণেস্বর, শ্রীকাকুলাম,বিশাখাপত্তনম, তুনি, রাজামুন্দ্রি, এলুরু, ভিজয়বাদা, গুন্তুর, ওনগোল, কাভেলী, নেল্লোর, গুদুর, গুম্মিদিপুন্ডি, চেন্নাই।।
৩। চেন্নাই থেকে মুম্বাই—> চেন্নাই, শ্রীপেরুম্বুদুর, কাঞ্চিপুরম, রানিপেট, ভেল্লোর, বেঙ্গালুরু, সিরা, ছিত্তদুর্গ, হুব্বালি, বেলেগাভী, কোলাপুর, সাঁতারা, পুনে, পানভেল, মুম্বাই।।
৪। মুম্বাই থেকে দিল্লি—> মুম্বাই, সিলভাসা, ভাপি, নাভসারি,সুরাট, ভারুচ, আঙ্কলেশ্বর, ভদোদরা, আনন্দ, আমেদাবাদ,গান্ধিনগড়,উদয়পুর,আজমীর,জয়পুর,গুড়্গাঁও,দিল্লি।।

★★ বিভিন্ন রাজ্যে সোনালী চতুর্ভূজের দৈর্ঘ—

সোনালী চতুর্ভূজ ভারতের ১৩ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। কোন রাজ্যে কত দৈর্ঘ বিস্তার ঘটেছে সেটি নিচে দেখানো হল-
১। অন্ধ্রপ্রদেশ(তেলেঙ্গানা সহ)-১,০১৪ কিমি।
২। উত্তরপ্রদেশ- ৭৫৬ কিমি।
৩। রাজস্থান- ৭২৫ কিমি।
৪। কর্নাটকা- ৬২৩ কিমি।
৫। মহারাষ্ট্র- ৪৮৭ কিমি।
৬। গুজরাত- ৪৮৫ কিমি।
৭। ওড়িশা- ৪৪০ কিমি।
৮। পশ্চিম বঙ্গ- ৪০৬ কিমি।
৯। তামিলনাড়ু- ৩৪২ কিমি।
১০। বিহার- ২০৪ কিমি।
১১। ঝারখন্ড- ১৯২ কিমি।
১২। হরিয়ানা- ১৫২ কিমি।
১৩। দিল্লি- ২৫ কিমি।

★★ সোনালী চতুর্ভূজের সাথে কিছু রেকর্ড জরিয়ে আছে, সেগুলি জানালাম—

>> সেপ্টেম্বর ২০১৫ তে Ajay Jagga, Gopal Krishan Sharma এবং Karan Vaid নামে ব্যাক্তিরা ‘ফোর্ড’ চার চাকা বিশিষ্ট গাড়ি নিয়ে ৭৬ ঘন্টা ১৯ মিনিটে সোনালী চতুর্ভূজ বরাবর ৫৯০৭ কিমি দুরত্ব অতিক্রক করে “Limca Book of Records”-এ নিজেদের নাম নিথিভূক্ত করেন।
>> ২০১৩ সালে Arnob Gupta এবং Revanth নামে ব্যাক্তিরা দু-চাকার গাড়ি নিয়ে ৫৯৯৭ কিমি দূরত্ব অতিক্রম করেন ৯২ ঘন্টা ৩০মিনিটে।

★★ এক নজরে সোনালী চতুর্ভূজ=

☆☆ এটি ভারতের বৃহত্তম সড়ক প্রকল্প এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম।
☆☆ National Highways Development Project (NHDP) এর প্রথম ফেজ এর প্রকল্প এটি।
☆☆ ২০০৯ সালে ঠিক করা হয় যে এটিকে চার লেন থেকে ছয় লেন বিশিষ্ট সড়ক পথ করা হবে।
☆☆ এর চারটি বাহুর মধ্যে বৃহত্তম বাহু হল “কলকাতা থেকে চেন্নাই। যার দৈর্ঘ ১৬৮৪ কিমি (৩১ মে ২০১৩)।
☆☆ সোনালী চতুর্ভূজ ভারতের ১৩ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
☆☆ অন্ধ্রপ্রদেশ রাজ্যে সোনালী চতুর্ভূজের দৈর্ঘ্য সবচেয়ে বেশি (১০১৪ কিমি)।

সোনালী চতুর্ভূজ



☆☆ সর্ব পরি যেনাকে ধন্যবাদ না দিলেই নয়, তিনি হলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী “অটল বিহারী বাজপেয়ীঃ মহাশয়। উনি নাহলে হয়ত এই ভাবে দ্রুত অর্থনৈতিক বিকাশের রাস্তা প্রবাহিত হতনা!!

Share This Post
Tweet Share Share Share Share Share

৩টি মন্তব্য:

  1. S Roy১২ মে, ২০১৯ এ ৭:১৮ AM

    অটল জির তুলনা হয় না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
      উত্তর
  2. Unknown২০ সেপ্টেম্বর, ২০১৯ এ ৭:৫৪ AM

    Supra dada habby

    উত্তরমুছুন
    উত্তরগুলি
      উত্তর
  3. Unknown১৪ মে, ২০২০ এ ৭:২৮ PM

    সত্যি অটল জির জন্য NH গুলতে কোনো সমস্যা দেখা যায় না,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
      উত্তর
মন্তব্য যুক্ত করুন
আরও লোড করুন...

Blog Archive

  • নভেম্বর 2017 (8)
  • অক্টোবর 2017 (3)
  • এপ্রিল 2017 (1)

Popular Posts

  • সোনালী চতুর্ভূজ
    স্বপ্নের সোনালী চতুর্ভুজের অন্তরালে
  • সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে?- একটি বিতর্কিত পোষ্ট!
    ১৯৬৯ সাল ১৬ই জুলাই নীল  আর্মস্ট্রং ,  বাজ অলড্রিন এবং মাইক কলিন্স চাঁদের উদ্দেশ্যে রওনা করেন।  Apollo 11  ছিল তাদের বাহন । যাই হোক নাটক শে...
  • মালাবারের কয়াল
    মালাবারের  গর্বের "কয়াল" কয়াল  কি সেটি আমরা প্রায় সবাই জানি।। তার আগে লেগুন কি সেটি আগে জানি।। "লেগুন বা উপহ্রদ হল...

Labels

  • সোনালী চতুর্ভূজ
  • Blog

Facebook Fan

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.
Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © ভূগোল ডট ইন :: Bhugol.in All Rights Reserved |